ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

কলকাতার জনপ্রিয় গায়ক ও রকস্টার রূপমের ক্ষোভ

বাংলা বললেই ‘বাংলাদেশি’ তকমা দেওয়া মূর্খতার পরিচয়, ধিক্কার জানাই!

প্রকাশিত: ১৮:১৬, ৫ আগস্ট ২০২৫

বাংলা বললেই ‘বাংলাদেশি’ তকমা দেওয়া মূর্খতার পরিচয়, ধিক্কার জানাই!

ছবি: সংগৃহীত

দিল্লি পুলিশের একটি সরকারি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করায় আবারও বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে Kolkata-এর প্রসিদ্ধ গায়ক ও রকস্টার রূপম ইসলাম সোশ্যাল মিডিয়ায় কঠোর প্রতিক্রিয়া জানান।

রূপম জানান, বাংলা ভাষা ভারতের ২২টি স্বীকৃত ভাষার মধ্যে অন্যতম। তাই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে ট্যাগ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এতে অবজ্ঞার ছোঁয়া রয়েছে। তিনি বলেন, “বাংলা বললেই কেন এই ধরনের ভুল ধারণা তৈরি হচ্ছে? এটা একদমই মূর্খতার নিদর্শন। এমন বিভ্রান্তির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করা উচিত।”

ঘটনার সূত্রপাত ঘটে যখন দিল্লি পুলিশ সম্প্রতি বাংলাদেশি সন্দেহে আট জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাওয়া কিছু নথি ছিল বাংলা ভাষায় লেখা। অনুবাদের জন্য দিল্লি পুলিশ রাজ্য সরকারের বঙ্গভবনে একটি চিঠি পাঠালে সেখানে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়, যা সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়।

পশ্চিমবঙ্গের শাসক দলও এই চিঠির কপি প্রকাশ করে ব্যাপক আলোচনা শুরু করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে গণমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বৈষম্যের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ভারতের বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকরা অনেক সময় ভাষা ও জাতীয় পরিচয়কে কেন্দ্র করে বৈষম্যের শিকার হয়েছেন। তাদের ওপর হামলা, লুটপাট এবং অন্যান্য অসহিষ্ণু আচরণের ঘটনা সামাজিক গুরুত্ব পেয়েছে।

এমন পরিস্থিতিতে রূপম ইসলামের মত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় নতুন উদ্দীপনা জোগাচ্ছে।

আসিফ

×