ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

‘ফ্রিডম টু রিপোর্ট’ উদ্যোগকে স্বাগত জানাল হামাস, গাজায় সাংবাদিকদের প্রবেশাধিকারের দাবি

প্রকাশিত: ১৯:১৯, ৫ আগস্ট ২০২৫; আপডেট: ১৯:১৯, ৫ আগস্ট ২০২৫

‘ফ্রিডম টু রিপোর্ট’ উদ্যোগকে স্বাগত জানাল হামাস, গাজায় সাংবাদিকদের প্রবেশাধিকারের দাবি

গাজায় সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে ২০০ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিকের নেওয়া ‘ফ্রিডম টু রিপোর্ট’ নামক উদ্যোগকে স্বাগত জানিয়েছে হামাস। সংগঠনটির সিনিয়র নেতা ইজ্জাত আল-রিশক এক বিবৃতিতে বলেন, “এই উদ্যোগের মাধ্যমে গাজা উপত্যকায় বিদেশি সাংবাদিকদের জন্য সেন্সরবিহীন ও অবিলম্বে প্রবেশাধিকার দাবি করা হয়েছে এটি হামাস আন্তরিকভাবে প্রশংসা করে।”

উল্লেখ্য, এই আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু করেন খ্যাতনামা যুদ্ধ-সাংবাদিক আন্দ্রে লিওন। তাঁর নেতৃত্বে এক পিটিশনে বলা হয়েছে, “গাজায় কেবল মানবিক সংকট চলছে না, বরং একটি গুরুতর তথ্য-অন্ধকারও বিরাজ করছে। যা জনসাধারণের জানার অধিকার এবং সাংবাদিকতার মৌলিক দায়িত্ব ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করা কে ক্ষুণ্ণ করছে।”

পিটিশনে আরও বলা হয়েছে, “ইসরায়েলের গাজায় গৃহীত কৌশলটি একেবারেই কর্তৃত্ববাদী প্রবণতার অনুসরণ: বিবরণ নিয়ন্ত্রণ, স্বাধীন কণ্ঠস্বর রোধ এবং বাস্তবতা থেকে জনগণকে বিচ্ছিন্ন করে রাখা।”

হামাস নেতা আল-রিশক টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলেন, “গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া ইসরায়েলের নীতি সংবাদমাধ্যমের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন। এটি আন্তর্জাতিক অঙ্গনে সত্য উন্মোচনে বাধা সৃষ্টি করছে এবং ইসরায়েলি আগ্রাসন ও সন্ত্রাসের ভয়াবহতা আড়াল করার প্রচেষ্টা।”

প্রসঙ্গত, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত দুই শতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে আল জাজিরার সাংবাদিক ও তাঁদের স্বজনরাও রয়েছেন।

Jahan

×