ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

টানা বৃষ্টিতে কলাপাড়ায় ৩০ কিমি সড়ক বিধ্বস্ত, ভোগান্তিতে হাজারো মানুষ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১০:২৮, ৬ আগস্ট ২০২৫

টানা বৃষ্টিতে কলাপাড়ায় ৩০ কিমি সড়ক বিধ্বস্ত, ভোগান্তিতে হাজারো মানুষ

 

মাসাধিককাল ধরে চলা লাগাতার বৃষ্টিতে উপকূলীয় জনপদ পটুয়াখালীর কলাপাড়ায় জনদুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামীণ এলাকার অন্তত ৩০ কিলোমিটার পাকা ও কাঁচা সড়ক নষ্ট হয়ে পড়েছে। কোথাও কোথাও চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই পড়েছেন চরম ভোগান্তিতে।

কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খাল-বিল উপচে পড়ে গ্রামের ভেতর ঢুকে গেছে পানি। কাঁচা-মাটির রাস্তাগুলো পাঁচ-ছয় ইঞ্চি কাদায় ঢাকা পড়েছে, পাকা রাস্তার ওপর সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। টিয়াখালীর বাসিন্দা অটোচালক ইব্রাহীম হাওলাদার বলেন, “অনেক পাকা রাস্তা আগেই নষ্ট আছিল। এহন তো বৃষ্টিতে বড় বড় গর্ত অইয়া গেছে, গাড়ি চালানো যায় না।”

ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জেহাদি জানান, “আমাদের ইউনিয়নের ডালবুগঞ্জ বাজার থেকে তুলাতলী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা আগেই ভেঙে গেছিল। এখন তো বৃষ্টিতে রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।”

একই অবস্থা মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে মধুখালী ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কেরও। খানা-খন্দে ভরা এসব রাস্তা দিয়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভুগছে শিশু ও শিক্ষার্থীরা।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এমন টানা বৃষ্টি আর রাস্তার এমন অবস্থা গত ১০ বছরে দেখিনি। যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।” জনসাধারণের দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামত না করলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে এবং জনদুর্ভোগ আরও ভয়াবহ হয়ে উঠবে।

আঁখি

×