ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

দ্বিতীয় যুদ্ধের ঘোষণা, ইরানি সেনাপ্রধান কী ইঙ্গিত দিলেন?

প্রকাশিত: ১৯:১৬, ৫ আগস্ট ২০২৫

দ্বিতীয় যুদ্ধের ঘোষণা, ইরানি সেনাপ্রধান কী ইঙ্গিত দিলেন?

ছবি: সংগৃহীত

ইসরাইলের সাথে দ্বিতীয় আরেকটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত পারস্য উপসাগরীয় দেশ ইরান। মিজাইল ও ড্রোনের বিশাল বহর সাজিয়ে রেখেছে তারা। ইরানের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে—যেকোনো মুহূর্তে দখলদার ভূমির বুকে আঘাত হানতে প্রস্তুত শত শত ইরানি ক্ষেপণাস্ত্র।

পশ্চিমা ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধের বার্তা এল ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “দ্বিতীয় দফা যুদ্ধের জন্যে আমরা পুরোপুরি প্রস্তুত।”

সম্প্রতি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেনারেল হাতামি বলেন, “শত্রুরা এখনো ষড়যন্ত্র করে চলেছে। বিশেষ করে ইহুদি রাষ্ট্র ইসরাইল আবারো ইরানের বিরুদ্ধে মারাত্মক কৌশলগত ভুল করেছে। তবে ইরানের জনগণের অলৌকিক ধৈর্য ও প্রতিরোধেই প্রমাণ হয়েছে—শত্রুর পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাদের ধারণা ছিল, একতরফা হামলায় দমিয়ে রাখা যাবে ইরানকে। তারা সম্পূর্ণ ভুল ভাবছে।”

তিনি আরও বলেন, “মার্কিন ঘাটিতে পাল্টা আঘাতই প্রমাণ করে ইরানের সামরিক শক্তি আগের চাইতে অনেক বেশি সুসংহত এবং কার্যকর। মিজাইল ও ড্রোন সক্ষমতা এখনো অক্ষত এবং পুরোপুরি সচল। যুদ্ধবিরতির আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত ছিল, আর সেটা ছিল কেবল শুরু।”

ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকেই নতুন করে প্রস্তুতি শুরু করে তেহরান। সামরিক পুনর্গঠন ছাড়াও চীন ও রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক অনেক গভীর করেছে ইরান। এখন ইরান, চীন ও রাশিয়া—এই তিন দেশের একমাত্র শত্রু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা শক্তি। বিভিন্ন ইস্যুতে এই ত্রিশক্তির সঙ্গে পশ্চিমাদের সংঘাতের আশঙ্কা এখন সর্বোচ্চ পর্যায়ে।

সেই ১২ দিনের যুদ্ধে ইরানের ২২ দফা হামলায় দখলদার ইসরাইলের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হলেও আবারও হুমকি দিয়ে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। তারই জবাবে এবার ইরানের সেনাপ্রধান দিলেন যুদ্ধের খোলা বার্তা।

হাতামি বলেন, “ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় পরিচয়, দেশপ্রেম এবং বৈজ্ঞানিক অগ্রগতির কারণেই বৈশ্বিক শক্তিগুলো ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা কোনোভাবেই পিছু হটবো না।”

তিনি জানান, ইরানের স্থল, নৌ, বিমান এবং প্রতিরক্ষা—এই চার শাখাতেই দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে। এখন সব শাখাতেই সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন।

বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধানের এই বার্তাটি শুধু ইসরাইল নয়, যুক্তরাষ্ট্রের জন্যেও একটি স্পষ্ট সতর্কবার্তা। তাদের মতে, এবার ইরান শুধু আত্মরক্ষা নয়, প্রয়োজনে পাল্টা আঘাত হানার মনোভাব নিয়েই সামনে এগোচ্ছে।

 

শেখ ফরিদ

×