ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শিবালয়ে বিএনপির বিজয় র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, শিবালয় (মানিকগঞ্জ) ॥ 

প্রকাশিত: ১৮:৩৮, ৫ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শিবালয়ে বিএনপির বিজয় র‌্যালি

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিকগঞ্জের শিবালয়ে বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার সকালে আরিচা ঘাটে অনুষ্ঠিত র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী।

সমাবেশে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, সদস্য সচিব সোহেল রানা প্রমুখ।

এতে বিএনপি ও এর সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলনে গত ৫ আগস্ট শিবালয়ের পাটুরিয়া ঘাটে পুলিশের গুলিতে শহীদ হন যুবদলের সদস্য রফিকুল ইসলাম। আজ তার পরিচয় হাইজ্যাক করা হয়েছে—তাকে বানানো হয়েছে সাধারণ শ্রমজীবী। বিএনপিকে নিয়ে যেমন ষড়যন্ত্র চলছে, ঠিক তেমনি শহীদ রফিকের পরিচয় নিয়েও ষড়যন্ত্র করা হয়েছে।”

তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সকল ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
 

সজিব

×