ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে হাতিয়া জামায়াতের বিশাল শোডাউন

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া

প্রকাশিত: ১৮:৫১, ৫ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে হাতিয়া জামায়াতের বিশাল শোডাউন

ছবি:সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তি দিবসে বিশাল শোডাউন করেছে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে ছিল হাজারো মানুষের উপস্থিতি। এটি দীর্ঘদিন পর জামায়াতের হাতিয়া উপজেলায় অনুষ্ঠিত একটি বড় শোডাউন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন মেশকাত, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, নায়েবে আমীর মাওলানা ইদ্রিস, হাতিয়া পৌর মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলামসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ডসমূহের নেতৃবৃন্দ।

র‌্যালিটি উপজেলার ওছখালি পুরাতন বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এর আগে র‌্যালিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পুরাতন বাজারে এসে মিলিত হন। এ সময় পায়ে হেঁটে এবং ছোট ছোট টমটম গাড়িতে করে তারা ওছখালি বাজারে একত্রিত হন।

র‌্যালি শেষে পরিষদ জামে মসজিদের প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির প্রমুখ।

এদিকে জামায়াতের এই র‌্যালিকে কেন্দ্র করে প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। গত দুদিন ধরে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন শাখায় গিয়ে পথসভা করেন। তাতে দূরের কর্মীরা কীভাবে আসবেন, তা নির্ধারণ করা হয়।

তবে দুপুরের পরপরই জামায়াতের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করতে শুরু করেন। তাদের উপজেলা সদরের প্রধান সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সবার মাথায় ছিল জামায়াতের লোগো লেখা ফিতা। এই স্বেচ্ছাসেবকরাই রাস্তার যানজট নিরসন করে র‌্যালির পথ সুগম করেন।
 

 

মারিয়া

আরো পড়ুন  

×