ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

বরিশালের বাকেরগঞ্জে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ০৮:০০, ৬ আগস্ট ২০২৫

বরিশালের বাকেরগঞ্জে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

ছবি: জনকণ্ঠ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসন ও  উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হচ্ছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'। শহীদ স্মরণ, আলোচনা সভা, সংবর্ধনা ও বিজয় র‍্যালিতে মুখর ছিল পুরো উপজেলা। 

আজ ৫ আগস্ট ( মঙ্গলবার) সকাল ৭ টায় উপজেলার চরাদী ইউনিয়নের বলাইকাঠি গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ মো: শাওন শিকদারের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রথমেই শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ - বিভাগীয় প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ও বরিশার আনসার ভিডিপির পরিচালক মো: আব্দুস সামাদ , বাকরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজ, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল কালাম আজাদ সহ শহিদ পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে বাকেরগঞ্জ উপজেলায়  শহিদ হন ৬ জন, যাঁরা এখানকার বিভিন্ন ইউনিয়নের পারিবার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। 

এছাড়াও সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন স্থানের শহীদদের কবরে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এছাড়াও দুপুর ১ টায় বরিশালের বাকেরগঞ্জে জুলাই শহীদের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

বরিশাল জেলা নিএনপির আহবায়ক আবুল হোসেন খানের পক্ষ থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির হাওলাদার ও উপজেলা ছাত্রদল সদস্য নাইম মৃধার নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ উপজেলার দুধল ইউনিয়নের মৃত তাহের আলী আকনের পুত্র মোঃ আব্দুল ওয়াদুদ আকন, গোমা দুধল গ্রামের মোঃ খলিলুর রহমানের পুত্র আরিফুর রহমান রাসেল ও পূর্ব সুন্দরকাঠী গ্রামের মোঃ মিরন হাওলাদারের পুত্র মোঃ সাজিদ হাওলাদারের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় তারা নিহত শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল থেকে উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামইসলামী, ইসলামী আন্দোলন, গন অধিকার পরিষদ ও ছাত্র জনতার ব্যানারে বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয়।

 

তাসমিম

×