
ছবি: জনকণ্ঠ
জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৪:০০ টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ গেট সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নাসির উদ্দিন (রোকন ডাকুয়া)প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মোঃ আব্দুস সবুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখা, এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ ইলিয়াছুর রহমান সভাপতি ইসলামিক শ্রমিক আন্দোলন উপজেলা শাখা, রবিউল ইসলাম সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখা।
এ সময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। ইসলামী আন্দোলনের কর্মীদের জুলুম-দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
তারা ইসলামী মূল্যবোধভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন জোরদার করার আহ্বান জানান। হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে শান্তিপূর্ণ গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এসে শেষ হয়।
তাসমিম