
“শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি, এটা সঠিক। তিনি ৭১’র স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তবে শেখ পরিবারের সবাই চোর ও ডাকাত।” — এমন বক্তব্য দিয়েছেন পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী।
তিনি বলেন, “বাংলাদেশের শেখ মুজিবের ছেলে স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী বাংলাদেশে ব্যাংক ডাকাতি করেছে। আর তার মেয়ে ১৪টি ব্যাংক ডাকাতি করেছে। সারা বাংলাদেশের ব্রিজ-কালভার্ট, রাস্তাঘাটের কাজ না করেই বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা ও তার সঙ্গীরা। কেবলমাত্র পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করেই তারা ছাব্বিশ শত কোটি টাকা চুরি করেছে। আমরা চোরদের বিপক্ষে। এই জুলাইয়ের বিপ্লব ছিল বৈষম্যবিরোধী আন্দোলন, যার মূল বিষয় ছিল দুর্নীতির বিরোধিতা।”
আজ মঙ্গলবার, ২৪ জুলাই 'গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে পিরোজপুর জেলার নেছারাবাদে আয়োজিত ‘গণজমায়েত ও বর্ণাঢ্য র্যালি ‘২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে স্বরূপকাঠি পৌরসভা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শামীম সাঈদী আরও বলেন, “আমরা দুর্নীতির বিপক্ষে। আমরা মেধার পক্ষে থাকব, কোন কোটার পক্ষে না। আগামী দিনে সকল কোটা বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলে কিছু নেই—আমরা সবাই বাংলাদেশি। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করেই আমরা বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করব।”
তিনি অতীতের উদাহরণ দিয়ে বলেন, “আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পিরোজপুরের এমপি ছিলেন। তখন এখানকার হিন্দু ভাইয়েরা বলতেন—ডিমের ভিতরের কুসুম যেমন নিরাপদ, তেমনি তারা নিরাপদ ছিলেন। আগামী দিনেও যদি আপনারা জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার পক্ষে ভোট দেন, তাহলে সবাই নিরাপদেই থাকবেন। তাই আগামী নির্বাচনে ভোট হোক দাড়িপাল্লার পক্ষেই।
শেখ ফরিদ