
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মিছিলটি জেলা শহরের ঝুমুর চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ স্টেশনে গিয়ে শেষ হয়। সদর উপজেলা জামায়াত আয়োজিত এই গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল-পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির নজির আহমদ, সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন পাটোয়ারী, জেলা সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, মনসিন কবির মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, চন্দ্রগঞ্জ থানা আমির নূর মোহাম্মদ রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক আরমান হোসেন, এবং জুলাই আন্দোলনের শহীদ কাউছার আহমদ বিজয়ের পিতা ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, অভ্যুত্থানের এক বছর পার হলেও ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র এখনো প্রকাশ করা হয়নি। গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার শেষ হয়নি, অনেকেই এখনো গ্রেফতার হয়নি। সংস্কার কাজও শেষ হয়নি। ইন্টারিম সরকারের উদ্দেশ্যে বলেন, যে প্রতিশ্রুতি নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, দ্রুত সেগুলো বাস্তবায়ন করুন। না হলে আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে দ্বিতীয় অভ্যুত্থানের ডাক দেব।
তারা আরও বলেন, আমরা এমন একটি সমাজ চাই, যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে। আমাদের দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা কথা বলতে পারছি। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সজিব