
বিশ্বজুড়ে প্রতিদিন ঘটে চলেছে লাখো কোটি ডলারের লেনদেন, ব্যবসা, বিনিয়োগ আর মুনাফার খেলা। কিন্তু এর পেছনে যে একটি অদৃশ্য কর্পোরেট সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক প্রবাহ, তা অনেকেই জানেন না। এই সাম্রাজ্যের কেন্দ্রে রয়েছে মাত্র তিনটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি: ব্ল্যাকরক, ভ্যানগার্ড ও স্টেট স্ট্রিট, যাদের একত্রে বলা হয় "বিগ থ্রি"।
এই প্রতিষ্ঠান তিনটি বিশ্বজুড়ে হাজার হাজার নামী কোম্পানিতে বিনিয়োগ করে রেখেছে। গুগল, অ্যাপল, টেসলা, ফেসবুক, কোকা-কোলা, অ্যামাজন থেকে শুরু করে মাইক্রোসফট, উবার, নেসলে, নেটফ্লিক্স সবখানেই তাদের শেয়ার রয়েছে। এদের সম্মিলিত ব্যবস্থাপনায় রয়েছে প্রায় ২৬ ট্রিলিয়ন ডলারের সম্পদ, যা বাংলাদেশের ২০২৫ সালের জিডিপির চেয়ে প্রায় ৫৪ গুণ বেশি।
অ্যাসেট ম্যানেজমেন্ট কীভাবে কাজ করে
অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে এমন একটি প্রতিষ্ঠান, যারা অন্য ব্যক্তির বা প্রতিষ্ঠানের অর্থ বিনিয়োগের জন্য ব্যবস্থাপনা করে। কোথায় বিনিয়োগ করলে লাভ বেশি হবে, কোথায় ঝুঁকি কম এসব বিশ্লেষণ করে দেয় অ্যাসেট ম্যানেজাররা। বিনিময়ে তারা লাভের একটি অংশ নেয়। বিগ থ্রি এই পদ্ধতিতেই বিশ্বের বিভিন্ন লাভজনক কোম্পানির শেয়ার কিনে এক বিশাল অর্থনৈতিক জাল বিস্তার করেছে।
একটি জটিল মালিকানার চক্র
তিনটি প্রতিষ্ঠানের একে অপরের ভেতরেই রয়েছে শেয়ার মালিকানা। ব্ল্যাকরকের শেয়ারের একটি অংশ ভ্যানগার্ডের, আবার স্টেট স্ট্রিটের মালিকানায় ব্ল্যাকরক ও ভ্যানগার্ডের অংশ রয়েছে। একইভাবে স্টেট স্ট্রিটও ব্ল্যাকরকের শেয়ার ধরে রেখেছে। ফলে বাইরে থেকে আলাদা দেখালেও, এই প্রতিষ্ঠানগুলো আসলে একে অপরের সঙ্গে জড়িত এক জটিল মালিকানা চক্রে আবদ্ধ।
বিপুল প্রভাব, অদৃশ্য উপস্থিতি
এই কোম্পানিগুলো নিজেরা কোনো পণ্য তৈরি করে না, কিন্তু শেয়ারহোল্ডিংয়ের মাধ্যমে প্রভাব বিস্তার করে প্রযুক্তি, গণমাধ্যম, ও এমনকি যুদ্ধনীতিতে পর্যন্ত। বিশ্বজুড়ে যত বড় অর্থনৈতিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়, তার পেছনেও প্রভাব পড়ে এই বিগ থ্রির বিনিয়োগ কৌশলের।
লড়াই, বিনিয়োগ আর যুদ্ধেও মুনাফা
বিগ থ্রি শুধু প্রযুক্তি কোম্পানি নয়, অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান যেমন লকহিড মার্টিন, রেথিয়ন, বোয়িং, নর্থরপ গ্রুম্যানের বড় অংশের মালিকও। ফলে বিশ্বে যখনই যুদ্ধ, সংঘাত বা অস্ত্র বাণিজ্য বাড়ে, তখন এই কোম্পানিগুলোর মুনাফাও বেড়ে যায়। এটিই অনেকে বলেন, যুদ্ধপ্রবণ বিশ্বের নেপথ্যে এই কর্পোরেট স্বার্থ কাজ করে।
ব্ল্যাকরকের গোপন হাতিয়ার: আলাদিন
ব্ল্যাকরক একটি সফটওয়্যার তৈরি করেছে যার নাম 'আলাদিন'। এটি বিশ্লেষণ করে দেয় কোথায় বিনিয়োগ করলে লাভ বেশি হবে বা ঝুঁকি কম। বিশ্বের বহু শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ও টেক কোম্পানি আজ এই সফটওয়্যারের উপর নির্ভরশীল।
Jahan