
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫ রাজধানীর নভোথিয়েটার থেকে বিজয় স্মরণি হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত আয়োজিত র্যালিতে অংশ নেয় শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান এর নেতৃত্বে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।
এসময় উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস এবং মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দিন, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মোঃ গোলাম সাইদ খান, সাইদুর রহমান সোহেল, নুরুর রহমান চৌধুরী সহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আফরোজা