ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

আজ সারাদিন মানিক মিয়ায় থাকবেন আবরার ফাহাদসহ হাজারো শহীদ, সঙ্গে থাকবে জালেমমুক্তির আনন্দ

প্রকাশিত: ১৭:৫০, ৫ আগস্ট ২০২৫; আপডেট: ১৭:৫১, ৫ আগস্ট ২০২৫

আজ সারাদিন মানিক মিয়ায় থাকবেন আবরার ফাহাদসহ হাজারো শহীদ, সঙ্গে থাকবে জালেমমুক্তির আনন্দ

ছবি: সংগৃহীত

আজ ৫ আগস্ট, মঙ্গলবার—ঠিক এক বছর আগে এই দিনে দেশজুড়ে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের মুখে পতন ঘটে একটি দমনমূলক শাসনব্যবস্থার। সেই ঐতিহাসিক দিনটি অনেকের কাছে শুধু একটি রাজনৈতিক পালাবদল নয়, বরং দেশের 'দ্বিতীয় স্বাধীনতা' হিসেবেও বিবেচিত হচ্ছে। যদিও এই 'দ্বিতীয় স্বাধীনতা'র ধারণা নিয়ে এখনো বিতর্ক আছে।

এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলছেন, দেশের সাধারণ মানুষ যেখানে এই পরিবর্তনকে স্বাধীনতার প্রতীক হিসেবে দেখছে, সেখানে কিছু শিক্ষিত মানুষ তা বুঝতে পারছেন না।

মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "রিকশাওয়ালা, তরুণ প্রজন্ম, সাধারণ জনগণ—সবাই বলছে, দেশ স্বাধীন হয়েছে। তারা তো কেউ থিওরি পড়ে শেখেনি, তবু বুঝে ফেলেছে যে তারা পরাধীন ছিল, আর এখন মুক্ত। অথচ কিছু পিএইচডিধারী এই সাধারণ সত্যটা বুঝতে পারছেন না—কেন?"

ফারুকী বলেন, থিওরির চেয়ে মানুষের অভিজ্ঞতা অনেক বড়। তিনি আহ্বান জানান, বইয়ের পাতায় নয়, বরং মানুষের হৃদয়ের কান্না ও উল্লাসে কান পেতে শোনার জন্য।

তিনি আরও বলেন, "মানুষের এই আবেগে ছিল গুম-খুনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, ছিল পরাধীনতার অপমানের জবাব। এই স্পন্দনের কেন্দ্রে ছিলেন আবরার ফাহাদ, যাঁর নাম যেন দেয়ালের নিচে চাপা পড়ে থাকা সব অন্যায়ের প্রতীক হয়ে উঠেছে।"

ফেসবুক পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, “আজকের এই দিনটা শুরু করেছি ‘ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ’ দেখে। সারাদিন মানিক মিয়াতে আমাদের সঙ্গে থাকবেন আবরার, থাকবেন হাজার শহীদ আর জুলুমমুক্ত হওয়ার আনন্দ। শোনো মহাজন, আমরা অনেকজন।”          

আসিফ

×