
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার উপস্থিতির পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই গুরুত্বপূর্ণ আয়োজনের।
ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরাও।
‘জুলাই ঘোষণাপত্র’ মূলত ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দলিল। দীর্ঘ আলোচনা ও মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার এটি চূড়ান্ত করেছে। দেশের রাজনীতিতে এক নতুন পথরেখা তৈরির লক্ষ্যেই ঘোষণাপত্রটি প্রস্তুত করা হয়, যাতে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, বাম দলসহ জাতীয় পর্যায়ের বহু রাজনৈতিক শক্তি।