ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

মেহেরপুর সীমান্তে বিজিবির ধাওয়ায় যুবকের মৃত্যু, হরিরামপুর বিলে মরদেহ উদ্ধার

তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর

প্রকাশিত: ১৪:১৭, ৭ আগস্ট ২০২৫; আপডেট: ১৪:১৭, ৭ আগস্ট ২০২৫

মেহেরপুর সীমান্তে বিজিবির ধাওয়ায় যুবকের মৃত্যু, হরিরামপুর বিলে মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিলে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মিঠু ওরফে বাবু (৪০), তিনি সদর উপজেলার পেয়াদাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গতকাল বুধবার (৬ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মিঠু মাদক ক্রয়ের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গেলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাকে ধাওয়া করে। ওই সময় প্রাণ বাঁচাতে তিনি হরিরামপুর বিলে লাফ দেন এবং পানিতে ডুবে মারা যান।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “যেহেতু ঘটনাটি সীমান্ত এলাকায় ঘটেছে, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।”

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিজিবির ধাওয়ায় পালাতে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মৃত ব্যক্তি একজন মাদকসেবী ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় মাদকের কারবার এবং এর সাথে সংশ্লিষ্ট ঘটনার প্রবণতা বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকা সত্ত্বেও এ ধরনের মৃত্যুর ঘটনা উদ্বেগজনক।

আসিফ

×