ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

রুশ ড্রোন নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙুল তুললো ইউক্রেন

প্রকাশিত: ১৬:৩৪, ৭ আগস্ট ২০২৫

রুশ ড্রোন নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙুল তুললো ইউক্রেন

ছবি: সংগৃহীত

রুশ ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ এনেছে ইউক্রেন। দাবি করা হয়েছে, যুদ্ধক্ষেত্রে বেসামরিক স্থাপনাগুলোতে হামলায় ব্যবহৃত রাশিয়ার ড্রোনগুলোর একাধিকটিতে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পাওয়া গেছে। বিষয়টি ইউরোপীয় ইউনিয়নকেও জানানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নকশায় তৈরি শহীদ-১৩৬ ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ ব্যবহার করছে রাশিয়া। এসব ড্রোনের ভোল্টেজ রেগুলেটরের ইউনিটে ‘ইন্টারটেকনোলজি’ নামে একটি ভারতীয় কোম্পানির তৈরি ব্রিজ রেক্টিফায়ার এবং জ্যামারপ্রুফ এন্টেনায় ‘অরা সেমিকন্ডাক্টর’ নামের আরেক প্রতিষ্ঠানের সিগনাল জেনারেটর চিপ পাওয়া গেছে।

ইউক্রেনের প্রেসিডেনশিয়াল অফিসের প্রধান এনরি ইয়ারমাক মঙ্গলবার এক টেলিগ্রাম বার্তায় দাবি করেন, বেশ কয়েকটি রুশ ড্রোন পর্যবেক্ষণ করার পর ভারতীয় যন্ত্রাংশের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, ‘রাশিয়া যেসব ড্রোন ব্যবহার করছে, তার একাংশে ভারতের তৈরি যন্ত্রাংশ রয়েছে এবং সেগুলোর সাহায্যে বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হচ্ছে।’

সূত্র জানায়, এই বিষয়ে ইউক্রেন গত বছর দু’বার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উদ্বেগ জানায়। তবে এবার বিষয়টি প্রকাশ্যে এনেছে তারা এবং একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকেও বিস্তারিত অবহিত করেছে।

বিশ্লেষকদের মতে, এই অভিযোগ ঘিরে আন্তর্জাতিক মহলে ভারতের ওপর চাপ বাড়তে পারে। বিশেষ করে এমন এক সময়ে যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে ভারতকে ইতোমধ্যে রুশ তেল কেনা এবং যুদ্ধপণ্যের রপ্তানি নিয়ে মার্কিন প্রশাসনের কড়া নজরে পড়তে হয়েছে।

নয়া দিল্লি সরাসরি কোনো মন্তব্য না করলেও সরকারের তরফে আগেই জানানো হয়েছে, ভারতের রপ্তানি কার্যক্রম আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হয়।

তবে ইউক্রেনের এই অভিযোগ ভারত-রাশিয়া সম্পর্কের পাশাপাশি ভারতের বৈশ্বিক কূটনৈতিক অবস্থানেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এখন দেখার বিষয়, ভারত এই অভিযোগের জবাবে কী প্রতিক্রিয়া জানায়।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=pEwOcXcVxy4

রাকিব

×