ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

জীবনযাত্রার মান উন্নয়নে পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৮:৫০, ৭ আগস্ট ২০২৫

জীবনযাত্রার মান উন্নয়নে পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

ছবি: জনকণ্ঠ

উপকূলীয় শহরের জন্য পানি সরবরাহ ও স্যানিটেশন (পানি, পয়ঃনিস্কাশন এবং স্বাস্থ্যবিধি) ব্যবস্থার সম্ভাব্যতা অধ্যয়নের ওপর প্রস্তাবনা প্রস্তুত করণ কর্মশালা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী পৌরসভার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং ই.পি.টি.আই.এস.এ, সি.ই.জি.আই.এস, ও.সি.আর.ই.ই.ডি.এস’র পরিচালিত “২২টি উপকূলীয় শহরের জন্য নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনের জন্য সম্ভাব্যতা অধ্যয়ন এবং বিস্তারিত প্রকৌশল নকশা” শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন গৌরনদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।


দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে-উপকূলীয় অঞ্চলের পৌর শহরগুলোতে নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং উপকূলীয় অঞ্চলের শহরগুলোতে বসবাসকারী জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে একটি টেকসই ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা। 

 

 


কর্মশালায় বক্তারা গৌরনদী পৌরসভার সবচেয়ে বেশি দুর্ভোগের কারণ হিসেবে ড্রেনেজ ব্যবস্থা এবং যত্রতত্রভাবে পৌরসভার বর্জ ফেলে পরিবেশ দূষিত করার বিষয়টির স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।


কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২২টি উপকূলীয় শহর প্রকল্পের সমাজ বিশেষজ্ঞ মো. ফজলুল হক, এফএসএম ও এসডবিউএম’র ওয়াশ প্রকল্পের আন্তর্জাতিক বিশেষজ্ঞ মেলিনা খানাল, গৌরনদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর রশীদ, মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, 

 

 


পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, সহকারী প্রকৌশলী সেলিনা আক্তার, পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান প্রমুখ। 

কর্মশালায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।  

ছামিয়া

×