
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুধন্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান যৌথভাবে পরিচালনা করে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। তারা বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল আটক করে, যার মধ্যে রয়েছে:ঔষধ: ৩,৩৭,২০০ পিস, ইডিটিএ টিউব: ৭,২০০ পিস, জিরা: ১,৫০০ কেজি, শেরওয়ানী: ৪১ পিস, মোবাইল ফোন: ১১১টি, অরিও বিস্কুট: ১০,৮০০ পিস, ফুচকা: ৫৫০ কেজি, কসমেটিকস সামগ্রী: ৩১১ পিস, শার্ট: ৩৬ পিস, কম্বল: ৮ পিস, ক্যামিক্যাল: ৫৭ লিটার,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটককৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২২ লাখ ২৩ হাজার টাকা।
আটককৃত মালামাল আখাউড়া কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রাজু