
ছবি : সংগৃহীত
বাংলাদেশে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ প্রায়শই শোনা যায়, বিশেষ করে ভাইয়েরা যখন বোনদের তাদের প্রাপ্য অংশ দিতে অনীহা প্রকাশ করেন। তবে আইন ও শরীয়াহ অনুযায়ী, কোনো বোনকে বাবা-মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত করা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান।
মেয়ের কতটুকু অধিকার?
মুসলিম ফরায়েজ অনুযায়ী, মেয়েরা উত্তরাধিকার হিসেবে সম্পত্তিতে ছেলে-সন্তানের তুলনায় অর্ধেক অংশ পান। যেমন, এক ছেলে ও এক মেয়ে থাকলে—মোট সম্পত্তি তিন ভাগে ভাগ হয়ে ছেলে পাবেন দুই ভাগ, মেয়ে এক ভাগ। একাধিক সন্তান থাকলে এই অনুপাতে হিস্যা নির্ধারিত হয়।
ভাই কি ইচ্ছামতো বোনকে বঞ্চিত করতে পারেন?
না, শরীয়ত অনুযায়ী উত্তরাধিকার সম্পত্তি ইচ্ছার ভিত্তিতে নয়, বরং নির্ধারিত নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ভাগ হয়। তাই ভাই চাইলেই বোনকে বঞ্চিত করতে পারেন না। এটা ধর্মীয়ভাবেও গর্হিত এবং আইনের চোখেও শাস্তিযোগ্য অপরাধ।
ভাই সম্পত্তি না দিলে বোন কী করতে পারেন?
আইনজীবী ইশরাত হাসানের মতে, বোনদের জন্য রয়েছে একাধিক আইনি পদক্ষেপ—
1. লিগ্যাল নোটিশ পাঠানো: প্রথমে ভাইকে আইনি নোটিশ দিয়ে প্রাপ্য অংশ দাবি করা উচিত।
2. সিভিল কোর্টে ভাগ-বণ্টনের মামলা: ভাই না দিলে, জেলা সিভিল আদালতে বাটোয়ারা মামলা করা যেতে পারে।
3. ইনজাংশন নেওয়া: ভাই যেন সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে না পারেন, সেজন্য আদালতের নিষেধাজ্ঞা আদেশ নেওয়া জরুরি।
4. জাল দলিল হলে ফৌজদারি মামলা: দণ্ডবিধির ৪২০, ৪৬৮, ৪৭১ ধারায় প্রতারণা ও জালিয়াতির মামলা করা যায়।
5. ভূমি রেকর্ড সংশোধন: ভুল খতিয়ান বা নামজারি থাকলে ভূমি অফিসে আবেদন কিংবা ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে মামলা করা যেতে পারে।
6. বিনামূল্যে আইনি সহায়তা: আর্থিকভাবে অস্বচ্ছল নারীরা জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে আইনজীবী ও কোর্ট ফিস ছাড়সহ সহায়তা নিতে পারেন।
দীর্ঘদিন পর দাবি করলে কি অধিকার থাকে?
হ্যাঁ। বোন যদি দীর্ঘদিন বিদেশে থাকেন বা সম্পত্তির দাবি না করেন, তবুও অধিকার হারান না—যতক্ষণ না তিনি স্বেচ্ছায় ছেড়ে দেন। তবে দেরিতে দাবি জানাতে চাইলে উপযুক্ত দলিল ও প্রমাণসহ মামলা করা উচিত।
বিয়েতে পাওয়া উপহার সম্পত্তির বিকল্প নয়
বিয়ের সময় গয়না, আসবাব, অর্থ—এসব উপহার হিসেবে ধরা হয়। এগুলো উত্তরাধিকার সম্পত্তির অংশ নয়। বাবার মৃত্যুর পর বোনের নির্ধারিত হিস্যা তিনি দাবি করতে পারবেন।
মামলা ছাড়া সমাধান সম্ভব?
হ্যাঁ, যদি বোন মামলা করতে না চান তবে পারিবারিক আলোচনার মাধ্যমে বা জেলা লিগ্যাল এইড অফিসের ADR (বিকল্প বিরোধ নিষ্পত্তি) পদ্ধতির মাধ্যমে সমঝোতা করে লিখিত চুক্তিতে সুষ্ঠু বণ্টনের ব্যবস্থা করা যায়।
বোনদের সম্পত্তির অধিকার আইনি ও ধর্মীয়ভাবে সুরক্ষিত। কেউ যদি অবৈধভাবে সে অধিকার কেড়ে নিতে চায়, তবে বোনরা যেন নির্ভয়ে আইনের আশ্রয় নেন—সেটিই সময়ের দাবি।
তথ্যসূত্র: Daily Star
Mily