ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

লটারি পদ্ধতিতে এসপি–ওসির পদায়ন, ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা

প্রকাশিত: ২৩:৩৬, ৬ আগস্ট ২০২৫

লটারি পদ্ধতিতে এসপি–ওসির পদায়ন, ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করেছে তত্ত্বাবধায়ক সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক আগে লটারি পদ্ধতিতে জেলা ও থানার পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হবে, যাতে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে না পারে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, “লটারি পদ্ধতিতে পদায়ন করলে কেউ বলতে পারবে না, কে কার লোক। শিডিউল ঘোষণার আগে আমরা পদায়নের কাজ শেষ করব। এরপর নির্বাচন কমিশন চাইলে পরিবর্তন করতে পারবে।”

নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রত্যেককে প্রশিক্ষণের পর মোহড়াও চালানো হবে বলে জানান তিনি। এ ছাড়া ভোটের দিন ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) বাজেট চাহিদা মেটাতে প্রয়োজনীয় বরাদ্দ দেবে সরকার। তিনি বলেন, “বাজেটে আমরা বরাদ্দ রেখেছি। অতিরিক্ত কোনো চাহিদা থাকলেও তা পূরণে অর্থ মন্ত্রণালয় পিছপা হবে না।”

প্রসঙ্গত, সোমবার জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পর থেকেই নির্বাচনী প্রস্তুতির গতি বাড়িয়েছে সরকার। নির্বাচন কমিশনও আগামী সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাবনা নিয়ে পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।

Jahan

×