
ছবি: সংগৃহীত।
পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (৭ আগস্ট) নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় পাইপলাইন সরানোর কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, মিজমিজি, চৌধুরী বাড়ী, বাতেন পাড়া, মৌচাক, পাসপোর্ট অফিস, লাকি বাজার, বউ বাজার, হাজীগঞ্জ, ওয়াবদারপুল ও চেয়ারম্যান বাড়ী এলাকাসহ আশপাশের অঞ্চলে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
নুসরাত