ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

নভেম্বরেই প্রত্যাবর্তনের সম্ভাবনা তারেক রহমানের

প্রকাশিত: ২৩:২৫, ৬ আগস্ট ২০২৫

নভেম্বরেই প্রত্যাবর্তনের সম্ভাবনা তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরই দেশে ফিরছেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে নভেম্বর নাগাদ তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে সময় সংবাদকে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

হুমায়ুন কবির জানান, নির্বাচনী তফসিল নভেম্বর-ডিসেম্বরে ঘোষিত হলে, তারেক রহমান তফসিল ঘোষণার আগেই দেশে ফিরবেন। তিনি বলেন, “যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে ধারণা করা হচ্ছে, তাই তারেক রহমান এ বছরেই বাংলাদেশে আসছেন।”

তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এক বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রাসি জ্যাকবসন। হুমায়ুন কবির জানান, এই বৈঠকে নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, “এই বৈঠক মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ থেকেই হয়েছে এবং এটি ছিল খুবই অর্থবহ।”

এছাড়া, ১৩ জুলাই লন্ডনে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক হয়, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।

হুমায়ুন কবির আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক মহলের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ বাধাগ্রস্ত ছিল। এখন সেই প্রতিবন্ধকতা কেটে গেছে। ফলে অনেকেই তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখাচ্ছেন।”

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও রাজনৈতিক অঙ্গনে সরাসরি সম্পৃক্ততা নতুন মোড় নিতে পারে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়ায়।

Jahan

×