ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

৬৮ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মুছে ফেলল মেটা

প্রকাশিত: ২৩:৪৮, ৬ আগস্ট ২০২৫

৬৮ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মুছে ফেলল মেটা

বিশ্বজুড়ে প্রতারণা ঠেকাতে বড়সড় পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে পরিচালিত অপরাধচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এ বছর প্রথম ছয় মাসেই হোয়াটসঅ্যাপে ৬৮ লাখের বেশি অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার ভাষ্য অনুযায়ী, এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বিশেষ করে মিয়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ড থেকে পরিচালিত প্রতারণা চক্রগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিল। অনেক সময় এই প্রতারক চক্রগুলো মানুষকে জোরপূর্বক ধরে এনে বা প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে অনলাইনে প্রতারণার কাজ করাত।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হওয়া নতুন প্রতারণাবিরোধী ব্যবস্থাগুলোর ফলেই এ ধরনের অ্যাকাউন্ট শনাক্ত ও মুছে ফেলা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মেটা। এখন থেকে কোনো অপরিচিত ব্যক্তি যদি কাউকে হঠাৎ করে কোনো গ্রুপ চ্যাটে যুক্ত করে, তাহলে হোয়াটসঅ্যাপ সেই ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠাবে।

প্রতারণার বিরুদ্ধে লড়াইয়ে মেটার সঙ্গে এবার হাত মিলিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। যৌথভাবে তারা একাধিক প্রতারণা চক্র ভাঙতে সক্ষম হয়েছে, যার মধ্যে কম্বোডিয়াভিত্তিক একটি চক্র বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লাইকের’ বিনিময়ে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্কুটার ভাড়ার নামে এক ভুয়া পিরামিড স্কিম চালাত।

মেটা জানায়, চক্রটি চ্যাটজিপিটি ব্যবহার করে ভুয়া বার্তা ও নির্দেশনা তৈরি করত, যা সম্ভাব্য শিকারদের পাঠানো হতো। প্রথমে টেক্সট মেসেজে যোগাযোগ শুরু করে প্রতারকরা, পরে কথোপকথন চালিয়ে যেত হোয়াটসঅ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যমে। শেষ পর্যন্ত এই প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই টাকা বা ক্রিপ্টোকারেন্সি পাঠিয়ে ক্ষতিগ্রস্ত হন।

মেটা সতর্ক করে বলেছে, “যখন কেউ আগে অর্থ নিয়ে পরে লাভ দেওয়ার কথা বলবে, তখন ব্যবহারকারীদের জন্য এটি বড় সতর্কবার্তা।” কারণ, এভাবেই মূলত প্রতারকরা ভুয়া বিনিয়োগ প্রস্তাব বা লাভজনক স্কিমের ফাঁদে ফেলেন সাধারণ মানুষকে।

ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপের ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি মেসেজিং অ্যাপে যেকোনো সন্দেহজনক লিংক, গ্রুপ বা মেসেজ এলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের পুলিশ বিভাগ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বিশেষত মিয়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ড বহু প্রতারণা কেন্দ্রের জন্য ber bad reputation পেয়েছে। শুধু তাই নয়, সেখানে অসহায় মানুষদের জোরপূর্বক ধরে এনে তাদের দিয়ে প্রতারণার কাজ করানো হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

মিমিয়া

×