
চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়ক সন্ধ্যা হলেই প্রতিদিন চুরি, ছিনতাই ও মলম পার্টির উপদ্রব বেড়ে যায়। এমন কোন রাত নেই ঘটনা ঘটছে না। বুধবার রাত সাড়ে ৮টায় মলম পার্টির খপ্পরে পড়েছেন পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুর রাজ্জাকের পুত্র মো: মুন্সি মিয়া (৫০)। বর্তমানে তিনি পটিয়া হাসপতালে চিকিৎসাধীন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির জ্ঞান ফিরেনি।
জানা গেছে, অজ্ঞান পার্টির শিকার মুন্সি মিয়া তার মেয়ের বিয়ের জন্য ফার্নিসার কিনতে যান সাতকানিয়া উপজেলার কেরানিহাটে। সেখানে ফার্নিসার পছন্দ না হওয়ায তিনি রাতে যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম শহরের একটি গাড়িতে উঠেন। গাড়িতেই মলম পার্টির খপ্পরে পড়েন। মলম পার্টির সদস্যরা ৮০ হাজার টাকা কৌশলে লুট করে গাড়ি থেকে নেমে যায়। পরে অন্য যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে মুন্সি মিয়াকে উদ্ধার করে পটিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সুচিতা দেব বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মলম পার্টি খপ্পরে পড়া এক অজ্ঞান ব্যক্তির চিকিৎসা চলছে।
রাজু