
ছবি: জনকণ্ঠ
বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেছেন, ‘আমরা আরেকটি বিজয়ের অপেক্ষায় রয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন আমাদের আরেকটি বিজয় নিশ্চিত হবে। সেই বিজয়ের অপেক্ষায় রইলাম।’
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট রফিক শিকদার বলেছেন, ‘তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়। দেশ পুনর্গঠনে প্রথম কাজ হবে ভোটাধিকার ফিরিয়ে আনা এবং যারা নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা। বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আজ আমাদের জাতীয় দায়িত্ব অনেক বেড়ে গেছে।’
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সাধারণ মানুষ এবং সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবে। যেন ভবিষ্যতে এ দেশে আর কখনো কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচারের জন্ম না হয়।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, আজকের এই বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের আন্দোলনের সফলতার ফসল হিসেবে আমরা গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এজন্য আমি দেশের সাধারণ মানুষসহ সব আন্দোলনকারীর প্রতি বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ুর রহমান জালু, জেলা জাসাসের সহ-সভাপতি সোহেল আফসার, উপজেলা বিএনপির নেতা আল আমীন সরকার, বকুল মিয়া প্রমুখ।’
আবির