ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু

আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না

মাহফুজ রহমান, লালমনিরহাট

প্রকাশিত: ২৩:৪২, ৬ আগস্ট ২০২৫

আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না

ছবি: সংগৃহীত

বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন। 

বুধবার বিকেলে লালমনিরহাটে 'আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি' উপলক্ষে আয়োজিত এক বিজয় র‍্যালি ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে দুলু বলেন, "আগের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল। কিন্তু এবারের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে, যা দেশের জন্য শুভ নয়।"

এই কর্মসূচিতে জেলা বিএনপি'র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজান হোসেন এবং মজমুল হক প্রামাণিকসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলীম

×