ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

আন্দালিব রহমান পার্থ’র কারামুক্তি ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় বিজেপির সমাবেশ

মো. বেল্লাল নাফিজ, ভোলা

প্রকাশিত: ২৩:২৬, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ২৩:২৭, ৬ আগস্ট ২০২৫

আন্দালিব রহমান পার্থ’র কারামুক্তি ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় বিজেপির সমাবেশ

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র কারামুক্তি ও ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভোলা জেলা বিজেপির আয়োজনে এক রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ নেই। ক্ষমতায় থাকাকালে আওয়ামী সরকার আমাদের দলের শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও নির্যাতন চালিয়েছে। এমনকি হোগলায় দলের কার্যালয়েও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা।”

বক্তারা বলেন, “বিজেপিতে আওয়ামী লীগের কোনো স্থান নেই এবং থাকতে পারে না। স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দালিব রহমান পার্থ ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন। ফলে তাকে হয়রানি করে গ্রেফতার করা হয়। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর, ৬ আগস্ট তিনি কারামুক্ত হন।”

সমাবেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার পার্থ’র ভোলা-১ (সদর) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেওয়া হয় এবং নেতারা জানান, নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন।

ভোলা জেলা বিজেপির সহ-সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন—জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নুরনবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, ভোলা পৌর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুব সংহতির সদস্য সচিব আনোয়ার হোসেন, আহ্বায়ক কামাল সরদার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরুজ আলম ট্রিমন প্রমুখ।

 

রাজু

×