
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, “একটা বছর দেখতে দেখতে আজ আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উদযাপন করছি।”
বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টায় মৌলভীবাজার শহরের এসআর প্লাজার সামনে জেলা বিএনপি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ছাত্র-জনতার বিজয় উৎসব’ উপলক্ষে শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সাড়ে পনেরো বছরের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন ও কারাবরণের শিকার হয়েছেন। আল্লাহর বিচার দুনিয়াতেই হয়েছে—তাকে পালিয়ে যেতে হয়েছে। আজ তিনি যে দেশ থেকে পালিয়েছিলেন, সেখান থেকেও ফেরত পাঠানো হয়েছে।”
শেখ হাসিনাকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে এম নাসের রহমান বলেন, “তিনি দেশে রামরাজত্ব কায়েম করেছিলেন। আওয়ামী লীগ এখন একটি মাস্তান পার্টিতে পরিণত হয়েছে, যার শাসনে চৌদ্দশ মানুষ নিহত এবং বিশ হাজারের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩৩ জন শিশু রয়েছে। অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। তাদের স্মরণে আমরা গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করছি।”
আহতদের পাশে বিএনপি থাকবে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছেন। ইনশাআল্লাহ, বিএনপি আগামী ফেব্রুয়ারিতে ক্ষমতায় এলে আরও বড় পরিসরে সহায়তা দেওয়া হবে।”
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আলহাজ আব্দুল মুকিতসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বিশাল শোভাযাত্রা বিকেল ৩টা থেকে মুষলধারে বৃষ্টির মাঝেও জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় যোগ দেন। জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ অংশ নেন।
শোভাযাত্রার অগ্রভাগে সাজানো ভ্যানগাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এম নাসের রহমানের ছবিসংবলিত বিশাল বিলবোর্ড শোভা পায়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যা সাম্প্রতিক সময়ে বিরল নজির স্থাপন করেছে।
আলীম