ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ

মারুফুর রহমান, শেরপুর

প্রকাশিত: ২৩:২৯, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ২৩:৩৬, ৬ আগস্ট ২০২৫

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ঘেঁষা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ আগস্ট) ভোররাতে ময়মনসিংহ ব্যাটালিয়নের আওতাধীন রামচন্দ্রকুড়া বিওপির টহল দল উপজেলার মায়াঘাষি সীমান্তে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি সদস্যরা ২ হাজার ৫৭২টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত পণ্যের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন- ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি’র একটি চৌকস টহল দল। এ সময় সন্দেহভাজন চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দিয়ে কৌশলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের চিহ্নিত করতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী মায়াঘাষি এলাকাটি দীর্ঘদিন ধরে চোরাকারবারীদের জন্য সক্রিয় রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এইসব পাহাড়ি দুর্গম পথ ব্যবহার করে ভারত থেকে মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ, কসমেটিকস, শাড়ি-কাপড়, ওষুধসহ নানা পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে চক্রটি। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর কারণে সম্প্রতি এসব পণ্যের বড় চালান ধরা পড়ছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আরও বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চোরাকারবারীদের ধরতে আমাদের অভিযান চলমান থাকবে।”

এদিকে, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের অভিযোগ, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি ও দালালের মদদেই এ ধরনের চোরাচালান দিনের পর দিন চালু রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিলে এসব অপতৎপরতা বন্ধ সম্ভব বলে মনে করেন সচেতন মহল।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যসমূহ নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

 

রাজু

আরো পড়ুন  

×