
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় ফসলি জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোঃ সামছুল হক (৪৫) নামে একজন ব্যক্তিকে মোটা অঙ্কের জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত “ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী অভিযুক্তকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে তা আদায়ও করা হয়।
অভিযুক্ত সামছুল হকের পিতার নাম জয়নাল আবেদিন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বলিটিলা এলাকায় ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন। তার এই কার্যক্রমের ফলে এলাকার কৃষিজমি, পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে জানা গেছে।
স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে রামগড় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনে।
অভিযান চলাকালে স্থানীয়দের সতর্ক করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমির অপব্যবহার রোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে। সেই সঙ্গে জমির যথাযথ ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণে এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
মিমিয়া