ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

‘ক্যাট স্ক্র্যাচ’ বা ছোট্ট আঁচড়েই ভয়ংকর ব্রেন ইনফেকশন, বিরল রোগে আক্রান্ত শিশু এখন আইসিইউতে

প্রকাশিত: ২৩:৪৩, ৭ আগস্ট ২০২৫; আপডেট: ২৩:৪৬, ৭ আগস্ট ২০২৫

‘ক্যাট স্ক্র্যাচ’ বা ছোট্ট আঁচড়েই ভয়ংকর ব্রেন ইনফেকশন, বিরল রোগে আক্রান্ত শিশু এখন আইসিইউতে

ছবিঃ সংগৃহীত

মুম্বাইয়ে একটি বিরল ও চমকপ্রদ ঘটনা সামনে এসেছে, যেখানে একটি ছোট্ট বিড়ালের আঁচড় একটি মেয়েশিশুকে পৌঁছে দিয়েছে আইসিইউ পর্যন্ত। শিশুটি আক্রান্ত হয়েছে নিউরোবারটোনেলোসিস নামক এক জটিল মস্তিষ্কসংক্রান্ত সংক্রমণে, যা Cat Scratch Disease (CSD)-এর একটি ভয়ংকর রূপ।

কিভাবে ঘটল ঘটনা?

ঘটনাটি মুম্বাইয়ের। দুই সপ্তাহ আগে ছোট একটি পথবিড়ালকে উদ্ধার করেছিল মেয়েটি। সে বিড়ালের সঙ্গে খেলাধুলাও করত। শুরুতে সে একেবারেই সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করেই স্কুলে অসুস্থ হয়ে পড়ে, জ্ঞান হারায় এবং পরে হাসপাতালে নেওয়ার পর দেখা যায়—তার শরীরে উচ্চমাত্রার জ্বর, মস্তিষ্কে খিঁচুনি এবং বাম দিকের অঙ্গপ্রত্যঙ্গে দুর্বলতা।

মুম্বাইয়ের ফাংশনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. বিশাল গাবালে ইনস্টাগ্রামে এই ঘটনা প্রকাশ করেন। তিনি জানান, "একটি ছোট্ট আঁচড়েই সে আজ আইসিইউতে। মানুষকে পশুদের সঙ্গে সতর্কভাবে আচরণ করতে হবে। তবে না, সে জলাতঙ্কে (rabies) আক্রান্ত হয়নি।”

জটিলতা ও সঠিক রোগ নির্ণয়ে চ্যালেঞ্জ

প্রথমদিকে চিকিৎসকরা মেনিনজাইটিস, টক্সোপ্লাজমোসিসসহ বিভিন্ন রোগ সন্দেহ করলেও কোনো কিছু মিলে যাচ্ছিল না। সিএসএফ রিপোর্ট ছিল স্বাভাবিক, শুধু লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস পাওয়া যায়। কিন্তু এমআরআই করালে দেখা যায় ডান পারাইটাল লোব অঞ্চলে ‘রিং-এনহ্যান্সিং লেজন’।

এমন অবস্থায় চিকিৎসকেরা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে মেয়েটির হাতে হালকা আঁচড় লক্ষ্য করেন এবং তার মা জানান যে মেয়েটি এক বিড়ালকে উদ্ধার করেছিল এবং নিয়মিত তার সঙ্গে খেলত।

নিশ্চিত হয় বিরল রোগ নিউরোবারটোনেলোসিস

পরীক্ষার পর দেখা যায়, মেয়েটি Bartonella henselae নামক ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে, যা Cat Scratch Disease সৃষ্টি করে। এই ব্যাকটেরিয়া বিড়ালের লালায় থাকে এবং আঁচড় বা কামড়ের মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে। অধিকাংশ সময় এই রোগ কেবলমাত্র লিম্ফ নোড ফুলে যাওয়া, জ্বর কিংবা ক্লান্তি সৃষ্টি করে এবং তা নিজে থেকেই সেরে যায়।

তবে এই শিশুর ক্ষেত্রে সেটি ব্রেন ইনফেকশনে রূপ নেয়। ডা. গাবালে জানান, "কখনো কখনো এই ব্যাকটেরিয়া রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধকতা (Blood-Brain Barrier) অতিক্রম করে মস্তিষ্কে আক্রমণ করে। এতে খিঁচুনি, এনসেফালোপ্যাথি, নিউরোরেটিনাইটিস এমনকি অঙ্গপতন (hemiparesis) পর্যন্ত হতে পারে।”

পরিসংখ্যান কী বলছে?

একটি ২০২৩ সালের গবেষণা অনুযায়ী, বিশ্বব্যাপী ক্যাট স্ক্র্যাচ ডিজিজে আক্রান্তের হার প্রতি এক লক্ষ প্রাপ্তবয়স্কে ৬.৪ জন এবং ৫-৯ বছর বয়সী শিশুদের মধ্যে ৯.৪ জন।

চিকিৎসা ও সুস্থতা

তবে সৌভাগ্যবশত, দ্রুত রোগ শনাক্ত হওয়ার পর চিকিৎসকরা ডক্সিসাইক্লিনরিফ্যাম্পিন নামক দুটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। এই চিকিৎসা CNS Bartonella রোগের জন্য গৃহীত মানসম্মত পদ্ধতি। কিছুদিনের মধ্যেই শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।

সতর্কতা জরুরি

ডা. গাবালে সতর্ক করে বলেন, “সবসময় এমন হবে না, তবে হালকা আঁচড়কেও অবহেলা করা উচিত নয়। কোনো প্রাণী বিশেষ করে বিড়ালকে স্পর্শ করার পর যদি আঁচড় বা কামড় লাগে, তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”

সূত্রঃ https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/can-scratch-can-cause-this-deadly-brain-infection/articleshow/122951738.cms

ইমরান

×