
গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ঈদগাহ মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ আসাদুজ্জামান তুহিন (৩২)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন।
নিহতের বড় ভাই মো. সেলিম ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা গ্রামের শহীদ রওশন সড়ক এলাকার ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন তুহিন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় ৬-৭ জন যুবক ধারালো দা ও চাপাতি নিয়ে তাকে জনসম্মুখে ধাওয়া করে। তিনি প্রাণ রক্ষার জন্য দৌড়ে পাশ্ববর্তী ঈদগাহ মার্কেটের চা-পান বিক্রেতা জনৈক খায়রুল ইসলামের দোকানে গিয়ে আশ্রয় নেন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে বুকে, গলায়, কাঁধে ও পিঠে এলোপাতাড়ি কোপায়। এতে তার গলার কিছু অংশ কেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এ সময় স্থানীয় কলকারখানাগুলো ছুটি হওয়ায় আশপাশে বহু লোকজন উপস্থিত থাকলেও আতঙ্কে কেউ এগিয়ে আসেনি।
নিহতের সহকর্মীরা জানান, ঘটনার কিছু সময় আগে তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের চাঁদাবাজি সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন তার ফেসবুক আইডিতে পোস্ট দেন। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
জিএমপি’র উপ-কমিশনার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও, পূর্ব শত্রুতার জেরে এটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মিমিয়া