ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সাংবাদিককে জবাই করে হত্যা: বিএমএসএফ’র উদ্বেগ 

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২২:৩০, ৭ আগস্ট ২০২৫

সাংবাদিককে জবাই করে হত্যা: বিএমএসএফ’র উদ্বেগ 

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চীফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে জবাই করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একইসাথে নৃশংশ এ ঘটনার সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচারের দাবি করা হয়। 

বৃহস্পতিবার রাতে বিএমএসএফ'র কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানা গেছে, গাজীপুরে একদিনের ব্যবধানে থানার সামনে বসে আনোয়ার হোসেন নামের বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধিকে ইট দিয়ে থেঁতলে আহত করা হয়। তার পরেরদিন আজ বৃহস্পতিবার রাতে আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘটনায় সাংবাদিকদের প্রতি রাষ্ট্রযন্ত্রের নীরবতাকে দায়ী করেছেন। 

একই সাথে অবিলম্বে হত্যাযজ্ঞের নৃশংশ ঘটনার সাথে জড়িত আসামিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচারের দাবি করা হয়।

 

রাজু

×