
ছবিঃ সংগৃহীত
ফেসবুক পেইজে কাজ করছেন অথচ ফলাফল পাচ্ছেন না? ভিউ, রিচ, ফলোয়ার—কোনোটাই বাড়ছে না? তাহলে হয়তো আপনি অজান্তেই এমন কিছু ভুল করছেন যা আপনার পেইজের রিচ কমিয়ে দিচ্ছে, এমনকি ভবিষ্যতে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাও নষ্ট করে দিতে পারে।
আজ আমরা জানবো এমন ৫টি মারাত্মক ভুল যা ফেসবুক পেইজে কোনোভাবেই করা উচিত নয়। এই বিষয়গুলো আপনার জানা থাকলে, ধৈর্যসহকারে সঠিকভাবে কাজ করলে, আপনি অবশ্যই সফল হবেন।
ভুল #১: ভিডিও শেয়ার করে ভুল লোককে পাঠানো
অনেকেই ভিডিও আপলোড দেওয়ার পরপরই সেটি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের কাছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমুতে শেয়ার করেন। সমস্যা হলো, এসব মানুষ আপনার ভিডিওর টার্গেট অডিয়েন্স নয়। তারা ভিডিও খুলে ২-৩ সেকেন্ড দেখেই বেরিয়ে যায়। ফেসবুক অ্যালগরিদম এটি নেতিবাচক সিগনাল হিসেবে ধরে নেয়, ফলে ভিডিওর রিচ কমে যায়।
করনীয়: ভিডিও শেয়ার করার আগে বুঝে শুনে পাঠান, আগ্রহী হলে তবেই দিন। আর নতুন পেজ হলে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও, আকর্ষণীয় থাম্বনেইল ও সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন।
ভুল #২: কোলাবরেশনের অপব্যবহার
অনেকে বড় পেজের সঙ্গে কোলাবরেশন করে বেশি ভিউ আনার চেষ্টা করেন। যদিও এতে তাৎক্ষণিক ভিউ বাড়ে, কিন্তু মনিটাইজেশনের জন্য এটি ঝুঁকিপূর্ণ। ফেসবুক মনিটাইজেশনের নিয়ম অনুযায়ী, যদি আপনি নিয়মিত কোলাবরেশনের মাধ্যমে ভিউ আনার চেষ্টা করেন, তবে আপনি মনিটাইজেশন পাবেন না।
করনীয়: নিজে ধৈর্য ধরে পেজ তৈরি করুন। যদি ব্যবসায়িক উদ্দেশ্য না থাকে, তাহলে কোলাবরেশন এড়িয়ে চলুন।
ভুল #৩: কমেন্টে ফলো চাওয়া বা লিংক শেয়ার করা
“ফলো করলে ফলো পাবেন”, “আমারটা শেয়ার করুন”, “আল্লাহকে ভালোবাসেন?” এমন ধরনের কমেন্ট করলে ফেসবুক এখন সেটাকে স্প্যাম ধরে নেয়। এর ফলে আপনার পেইজের রিচ ধীরে ধীরে কমে যায়।
করনীয়: গঠনমূলক এবং মানসম্পন্ন কমেন্ট করুন, নিজে থেকে কারও ভিডিওর নিচে ফলো চেয়ে ভিক্ষা করবেন না।
ভুল #৪: অন্যের ভিডিও বা মিউজিক ব্যবহার করা
কেউ কেউ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও ক্লিপ নিজেদের ভিডিওতে ব্যবহার করেন, অথবা অন্যের গান ব্যবহার করেন। ফেসবুকের কপিরাইট সিস্টেম এখন অনেক কড়াকড়ি। এমনকি ফেসবুকের নিজস্ব মিউজিক লাইব্রেরির গানও মনিটাইজেশনের আগে ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে।
করনীয়: নিজের কনটেন্ট, নিজের মিউজিক ব্যবহার করুন। মিউজিক লাগলে টাকা দিয়ে কাস্টম মিউজিক বানিয়ে নিন।
ভুল #৫: কমিউনিটি গাইডলাইন না জানা
বেশিরভাগ নতুন কনটেন্ট ক্রিয়েটরই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন পড়ে দেখেন না। ফলে রক্তাক্ত ছবি, দুর্ঘটনার ছবি, অশ্লীলতা বা সহিংসতা সংক্রান্ত ভিডিও আপলোড করে বসেন। এগুলো সরাসরি গাইডলাইন লঙ্ঘন, যা পেইজ রিমুভ পর্যন্ত গড়াতে পারে।
করনীয়: ভিডিও আপলোড দেওয়ার আগে অবশ্যই ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভালোভাবে পড়ুন ও অনুসরণ করুন।
বোনাস টিপস: বেশি শেয়ার বা কমেন্ট করবেন না
বেশি বেশি ভিডিও শেয়ার বা কমেন্ট করাও এখন স্প্যাম হিসেবে ধরা হয়। এমনকি আপনি পজিটিভ কমেন্ট করলেও যদি তা অতিরিক্ত হয়ে যায়, তাহলে রোবট আপনাকে স্ক্যামার ধরে ফেলতে পারে।
শেষ কথা
এই পাঁচটি ভুল যদি এড়িয়ে চলতে পারেন, তাহলে শুরুতেই আপনার পেইজ সঠিক পথে এগোবে। হুট করে ভাইরাল হওয়ার পিছনে না ছুটে, নিয়ম মেনে কনটেন্ট তৈরি করে যান। সফলতা ধীরে হলেও, তা টেকসই হবে।
ইমরান