
ছবি: সংগৃহীত
অফিস হোক কিংবা বাড়ি, আজকাল বেশিরভাগ কাজেই নির্ভর করতে হয় ল্যাপটপের ওপর। অনেকেই দিনের বড় একটা সময় ধরে চার্জে বসিয়ে ল্যাপটপ ব্যবহার করেন। কিন্তু প্রশ্ন উঠছে—এটা কি আদৌ নিরাপদ?
বিশেষজ্ঞদের মতে, চার্জে বসিয়ে ল্যাপটপ ব্যবহার করাটা একেবারে বিপজ্জনক না হলেও এর কিছু সীমাবদ্ধতা আছে। মোবাইল ফোনের ক্ষেত্রে যেমন চার্জে থাকা অবস্থায় ব্যবহারে বিস্ফোরণের ঝুঁকি থাকে, ল্যাপটপের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন।
চার্জে রেখে হেভি টাস্ক? ভাবতে হবে আবার!
যদি আপনি ল্যাপটপে গেম খেলেন, ভিডিও এডিট করেন বা অন্য কোনো হেভি টাস্ক চালান, তখন চার্জে রাখা অবস্থায় তা ব্যাটারি ও প্রসেসরের উপর বাড়তি চাপ ফেলে। এতে দ্রুত গরম হয়ে যেতে পারে ডিভাইসটি। আর দীর্ঘ সময় ধরে এমন গরমভাব ব্যাটারির স্বাস্থ্য নষ্ট করে দেয়।
Asus-এর সতর্কতা:
ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান Asus তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দীর্ঘ সময় চার্জে রাখলে ব্যাটারির ক্যাপাসিটি কমে যেতে পারে। যদিও আধুনিক ল্যাপটপে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, যা অতিরিক্ত চার্জ বা গরম থেকে ব্যাটারিকে রক্ষা করে।
সাইকেল বুঝে চার্জ দিন
প্রতিবার ০% থেকে ১০০% পর্যন্ত চার্জ হওয়াকে বলা হয় একটি ‘চার্জ সাইকেল’। যত কম সাইকেল হবে, তত দীর্ঘস্থায়ী হবে ব্যাটারি। তাই বারবার পুরোপুরি ডিসচার্জ না করে মাঝেমধ্যেই চার্জ দেওয়া শ্রেয়।
তাপমাত্রা নিয়ন্ত্রণই মূল কথা
যদি ল্যাপটপ খুব গরম হয়ে যায়, বিশেষ করে হেভি কাজ করার সময়, তাহলে কিছুক্ষণ বন্ধ রেখে ঠান্ডা করে নেওয়াই ভালো। হালকা কাজ করতে হলে চার্জে রেখেই ব্যবহার করা যেতে পারে, তবে নিয়মিত এমনটা করাটা ঠিক নয়।
নিরাপদ ব্যবহারের টিপস:
- সবসময় এমন স্থানে ল্যাপটপ ব্যবহার করুন যেখানে ভালোভাবে বাতাস চলাচল করতে পারে।
- অতিরিক্ত গরম হলে কাজ বন্ধ রেখে বিশ্রাম দিন ডিভাইসকে।
- ব্যাটারির আয়ু বাড়াতে চার্জিংয়ের সময় নজর রাখুন সাইকেলগুলোর ওপর।
চার্জে রেখে ল্যাপটপ ব্যবহার করলে তা তৎক্ষণাৎ বিপজ্জনক না হলেও দীর্ঘ মেয়াদে ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সতর্ক থাকুন, সচেতনভাবে ব্যবহার করুন—ল্যাপটপও টিকবে, আপনার কাজও চলবে নির্বিঘ্নে।
রাকিব