
ছবি:সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের শান্তিপুর গ্রামে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে হঠাৎ করে ঘূর্ণিঝড় ও টর্নেডোর মতো ভয়াবহ আবহাওয়া সৃষ্টি হয়। কয়েক মিনিট স্থায়ী এই দুর্যোগে একাধিক ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু গাছপালা উপড়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বিকেলের দিকে আচমকা আকাশ কালো করে আসে। এরপর শুরু হয় প্রচণ্ড ঝড়ো হাওয়া। ঘূর্ণির আওয়াজ এতটাই তীব্র ছিল যে, অনেকেই একে ‘হাতির সুর নামা’র সঙ্গে তুলনা করেছেন। হঠাৎ ঘূর্ণিঝড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। কেউ কেউ নিরাপত্তার খোঁজে ঘর ছেড়ে খোলা জায়গায় চলে যান।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, “এমন ঝড় আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল আকাশ থেকে কিছু নেমে আসছে। কয়েকটি ঘরের চাল উড়ে গেছে, বহু গাছপালা পড়ে আছে রাস্তায়। বিদ্যুৎও কিছুক্ষণ ছিল না।”
নেকমরদ-বটতলী সড়কের দুই পাশে পড়ে থাকা গাছের ডাল, ভাঙা টিন ও ছেঁড়া চালা দেখে দুর্যোগের ভয়াবহতা বোঝা যায়। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তালিকা তৈরি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে জরিপ কার্যক্রম চলছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মারিয়া