
ছবি: দৈনিক জনকন্ঠ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারার হাইলধর ইউনিয়নের খাসখামা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম (৫০) এবং একই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান জুয়েল (৩৮)। জাহাঙ্গীর আলম বদু তালুকদার বাড়ির মৃত মোতালেব মিয়ার পুত্র এবং জুয়েল মৃত হাবিবুর রহমানের ছেলে।
আনোয়ারা থানা সূত্রে জানা যায়, বিএনপির একটি রাজনৈতিক মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তের সময় এই দুইজনের সম্পৃক্ততা পাওয়া যায়। বুধবার রাতে পুলিশ জাহাঙ্গীর আলমের বাড়িতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাকে সেখানেই গ্রেপ্তার করে। অপরদিকে, জুয়েলকে উপজেলার একটি গোপন স্থান থেকে আটক করা হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, "বিএনপির মিছিলে হামলার মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"
মিরাজ খান