
ছবি: জনকণ্ঠ
প্রাথমিকে বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লক্ষ্মীপুরের শিক্ষকরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে সদর উপজেলা পরিষদের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একইসঙ্গে প্রতিবাদ জানানো হয় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং অন্যায় আবদারের।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লক্ষ্মীপুর সদর শাখা আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, সদর উপজেলা সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, নির্বাহী সম্পাদক মজিবুর রহমান, শিক্ষক কামাল হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়নে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ। পুনরায় সরকারি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা চালু করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকারের যুগান্তকারী এ সিদ্ধান্তে আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। কিন্তু বৃত্তি পরীক্ষার ঘোষণার পর থেকে,কিন্ডারগার্টেন'র শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের এ পরীক্ষায় অংশগ্রহণের দাবি তুলছেন। অনেকে বিভিন্ন উদ্বত্তপূর্ন আচরণ করছেন। তাদের দাবি ও আচরণের নিন্দা জানাই।
আরও বলেন, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে যদি তাদের খুব ইচ্ছে হয়। তাহলে নিজেরা বৃত্তি পরীক্ষার আয়োজন করুক। অথবা আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি করে দেক। সেটি করবে না, কারন তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।
কিন্ডারগার্টেনের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাদের ভাই-বন্ধু। আপনাদের থেকে কুরুচিপূর্ণ মন্তব্য শুনবো, এটি আমরা আশা করিনা। আপনারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়ার জন্য। আপনাদের বলছি, সাবধান হয়ে যান। মব সৃষ্টি করবেন না। না হয় শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।
মানববন্ধন পরবর্তী সহকারী শিক্ষকদের বেতনের গ্রেড পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে সদর উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষকরা।
আবির