ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেল বিএমডিএ

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৮:৩৪, ৭ আগস্ট ২০২৫

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেল বিএমডিএ

ছবি: দৈনিক জনকন্ঠ।

বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য ‘জাতীয় পুরস্কার’ পেয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। বিএমডিএ’র গোদাগাড়ী জোন-১ রাজশাহীকে স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পুরস্কার-২০২৪’ সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিএমডিএ’র এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে ২০২৪ সালের ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার’ গ্রহণ করেন বিএমডিএ গোদাগাড়ী জোন-১ এর সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ। জাতীয় বৃক্ষ  মেলা ২০২৫এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র প্রদান করেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু  মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

বিএমডিএ জানায়, ‘খ’ শ্রেণিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় স্থান পেয়েছে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার অর্জন করে বিএমডিএর।

সম্প্রতি বিএমডিএ গোদাগাড়ী জোন-১ এর সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সনদপত্র ও ক্রেস্ট বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলমের (অতিরিক্ত সচিব) হাতে তুলে দেন। এ সময় রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদীর উপস্থিত ছিলেন।

মিরাজ খান

×