
ছবি: সংগৃহীত।
চিত্রনায়ক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মালিকানাধীন রাজধানীর কল্যাণপুরের একটি জমিতে জবরদখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ম্যানেজার মো. আব্দুল গণি।
ডিপজলের ভাড়া দেওয়া প্রতিষ্ঠান ‘নাভানা সিএনজি কনভার্সন সেন্টার’-এ গত ৩০ জুলাই আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমানসহ ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করেন। তারা নাভানার সাইনবোর্ড ভাঙচুর করে নিজেদের সাইনবোর্ড টানাতে চান এবং ভীতি প্রদর্শন ও কর্মচারীদের মারধরের অভিযোগও উঠেছে।
৪ আগস্ট ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও ও জিডির কপি পোস্ট করে লেখেন, “এই জবরদখলের প্রচেষ্টা বেআইনি ও শান্তিপূর্ণ ব্যবসায় বিঘ্ন সৃষ্টি করছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
নুসরাত