ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

ঝুঁকিপূর্ণ বা বিতর্কিত রিলসে লাইক দিলে পড়তে পারেন যে বিপদে!

প্রকাশিত: ১৭:৪২, ৭ আগস্ট ২০২৫

ঝুঁকিপূর্ণ বা বিতর্কিত রিলসে লাইক দিলে পড়তে পারেন যে বিপদে!

ছবি: সংগৃহীত

যদি আপনি ইনস্টাগ্রামের শুরুর দিককার ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই মনে আছে—এক সময় আপনি দেখতে পারতেন আপনার ফলো করা মানুষরা কোন পোস্টে লাইক দিয়েছে বা মন্তব্য করেছে। ইনস্টাগ্রাম সেই পুরনো ফিচারটি আবার ফিরিয়ে এনেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি সম্প্রতি একটি নতুন আপডেট এনেছে—রিলস সেকশনে একটি নতুন “বন্ধু” ট্যাব, কনটেন্ট রি-পোস্ট করার অপশন, এবং একটি অত্যন্ত বিতর্কিত লোকেশন ম্যাপ, যেটা দিয়ে আপনার ফলোয়াররা রিয়েল-টাইমে জানতে পারবে আপনি কোথায় আছেন।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি একটি ভিডিও বার্তার মাধ্যমে—যেমনটা তিনি প্রায়ই করেন—এই নতুন ফিচারের কথা ঘোষণা করেন। তিনি বলেন, এই আপডেটের উদ্দেশ্য হলো মানুষ যেন তাদের কাছের মানুষদের সাথে আরও ভালোভাবে সংযুক্ত থাকতে পারে। তার মতে, মানুষ এখন এমন কনটেন্ট দেখতে চায় যা তাদের পরিচিত কেউ লাইক করেছে, অজানা ব্যক্তিদের এলোমেলো পোস্ট নয়।

তাই যারা ঝুঁকিপূর্ণ বা বিতর্কিত রিলসে লাইক দেন, এবার তাদের পুরো ফলোয়ার তালিকা দেখতে পাবে আপনি কী লাইক করছেন। আর আপনি না করলেও, হয়তো আপনি চান না সবাই জানুক আপনি কোন কনটেন্টে লাইক দিচ্ছেন।

তিনি আরও বলেন, নতুন ম্যাপ ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক, অর্থাৎ আপনি চাইলে এটি চালু করবেন। এটি শুধু আপনার ক্লোজ ফ্রেন্ডস বা কাস্টম ফলোয়ার তালিকার সাথে শেয়ার করা যাবে, এবং এর মাধ্যমে লোকেশন-ভিত্তিক কনটেন্ট দেখা যাবে। মূলত এটা স্ন্যাপচ্যাটের মতোই।

এই আপডেট নিয়ে অনলাইনে ব্যবহারকারীরা বিভক্ত। বিশেষ করে ম্যাপ ফিচারটি অনেকের কাছেই একেবারে অগ্রহণযোগ্য, কারণ এটা ব্যবহারকারীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে—কারণ আপনার ফলোয়াররা এখন জানতে পারবে আপনি ঠিক কোথায় আছেন, কখন আছেন।

সব মিলিয়ে, অনেকেই এই “পুনর্ব্যবহৃত” ফিচারগুলো নিয়ে খুশি নন। একদিকে টুইটার (বর্তমানে X) থেকে নেওয়া রি-পোস্ট ফিচার, অন্যদিকে স্ন্যাপচ্যাট থেকে নেওয়া ম্যাপ, আর “বন্ধু ট্যাব” তো মনে হচ্ছে নরকের গভীর থেকে উঠে এসেছে।

আবির

×