
ছবি: সংগৃহীত
২০১২ সালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন নবাব বংশের সন্তান ও অভিনেতা সাইফ আলি খান। প্রথম স্ত্রী অমৃতা সিং-এর সঙ্গে বিচ্ছেদের পর সাইফ ও কারিনার প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই ছিল বলিপাড়ার আলোচনায়। অবশেষে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংসারে আসে দুই সন্তান— তৈমুর ও জেহ। অভিনয়জীবনের পাশাপাশি পারিবারিক জীবনও বেশ সুচারুভাবে পরিচালনা করছিলেন কারিনা।
তবে সম্প্রতি এই তারকা দম্পতিকে ঘিরে ছড়িয়ে পড়েছে বিচ্ছেদের গুঞ্জন।
বিচ্ছেদের পথে সাইফ-কারিনা?
পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান সম্প্রতি এক বিস্ফোরক দাবি করে বলেন, সাইফ ও কারিনার বৈবাহিক জীবনে নাকি দূরত্ব ক্রমেই বাড়ছে এবং তারা বিচ্ছেদের দিকে এগোচ্ছেন। তার এই মন্তব্য ঘিরে বলিউডে শুরু হয়েছে জোর আলোচনা।
মুবাসেরের দাবি অনুযায়ী, এক ভারতীয় সূত্র থেকে পাওয়া তথ্যানুসারে, সাইফ ও কারিনার মধ্যে সম্পর্ক এখন বেশ জটিল ও টানাপোড়েনপূর্ণ। যদিও এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের উল্লেখ করেননি।
শিহাব