ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়: দুলু

জামাল বাদশা, লালমনিরহাট

প্রকাশিত: ২০:৫১, ৬ আগস্ট ২০২৫

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়: দুলু

ছবি: জনকণ্ঠ

বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে রাজনীতি হবে না। কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি সন্ত্রাসী দল, যারা বাংলাদেশের মানুষের ভালো করতে পারেনি।

বুধবার (৬ আগস্ট) সন্ধায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির বিজয় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে তিনি এসব মন্তব্য করেন।

দুলু আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা রাজনীতি করেছেন, তবে পালিয়েছেন কেন? যদি সত্যিকারের রাজনীতি করতেন, তাহলে আপনারা বাংলাদেশেই থাকতেন।”

এ সময় বিএনপির এই নেতা আরও বলেন, “আমাদের নেত্রী জেল খেটেছেন, কিন্তু আমাদেরকে ছেড়ে যাননি। মানুষ এখন শেখ হাসিনাকে 'পালাটি মা' বলে। সেই পালাটি মায়ের সন্তান হয়ে আপনারা এখন আনাচে-কানাচে ষড়যন্ত্র করছেন, কোনো লাভ হবে না।”

লালমনিরহাট জেলা বিএনপির বিজয় র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ লালমনিরহাট জেলা ও জেলার পাচ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলের অন্তত ২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আবির

×