
ছবি: দৈনিক জনকন্ঠ।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১০৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (৬ আগস্ট) রাত ২২.৪০ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার জগন্নাথপুর বিশ্ব রোডস্থ আসামীর ভাড়া বাসার ভিতর হইতে ১০৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির নাম- মোঃ সজল মিয়া (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহার বিরুদ্ধে ইতিপূর্বে আরো মাদক মামলা রয়েছে।
বাঞ্ছারামপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থার লক্ষ্যে বাঞ্ছারামপুর থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মিরাজ খান