
ফুলবাড়িয়া প্রতিদিন ডটকমের সম্পাদক ড. জাহাঙ্গীর আলম (৩২) কে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মারুফ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার বরুকা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে হামলার শিকার হন সাংবাদিক জাহাঙ্গীর আলম। হামলাকারীরা দাঁড়ালো দা দিয়ে তার মাথা ও পায়ে কুপিয়ে আহত করে এবং রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাকে বাঁচাতে গেলে তার বাবা আব্দুল কদ্দুছ, মা রোকেয়া বেগম ও ভাই রানা মণ্ডলকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসক তার বাবা ও মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সাংবাদিক জাহাঙ্গীর আলম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, বরুকা গ্রামের আ. কদ্দুছের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রতিবেশী সোহরাব আলী গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে সোহরাব আলী ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।
ঘটনার পরদিন রাতে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় হত্যা-চেষ্টার মামলা করেন। শুক্রবার সকালে পুলিশ মারুফকে গ্রেপ্তার করে।
জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, হামলাকারীরা এলাকায় গণ্ডা স্বভাবের লোক। তারা অন্যের ঝগড়ায় জড়িয়ে ঝামেলা সৃষ্টি করে। আমাদের চাচাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকলেও তারা আমার বাড়িতে এসে আমাদের সবাইকে হত্যার চেষ্টা করে।
অন্যদিকে প্রতিপক্ষ মো. শহিদুল্লাহ দাবি করেন, সাংবাদিকের পরিবারের লোকজন আগে তাদের ওপর হামলা করে এবং এ ঘটনায় উভয় পক্ষই আহত হয়েছেন।
ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান জানান, পূর্ব বিরোধের জের ধরেই এ হামলা হয়েছে। মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এম.কে.