ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

বরিশালের ২১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০০:৫৪, ১০ আগস্ট ২০২৫

বরিশালের ২১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস বরিশাল বিভাগের ২১টি আসনে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শনিবার (৯ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।

শনিবার দিবাগত রাতে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী জানিয়েছেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভাগের ২১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে বরিশাল-১ আসনে অধ্যাপক মো. সাইদুর রহমান শাহীন, বরিশাল-২ আসনে মো. মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল-৩ আসনে অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, বরিশাল-৪ আসনে অধ্যাপক রুহুল আমীন কামাল, বরিশাল-৫ আসনে অধ্যাপক একেএম মাহবুব আলম, বরিশাল-৬ আসনে অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান।

বরগুনা-১ আসনে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন, বরগুনা-২ আসনে অধ্যাপক মো. রফিকুল ইসলাম। পটুয়াখালী-১ আসনে অধ্যাপক মাওলানা মো. সাইদুর রহমান, পটুয়াখালী-২ আসনে মাওলানা মো. আইয়ুব বিন মুসা, পটুয়াখালী-৩ আসনে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পটুয়াখালী-৪ আসনে ডা. জহির আহম্মেদ।

ঝালকাঠি-১ আসনে মাওলানা মইনুল ইসলাম, ঝালকাঠি-২ আসনে ডা. মো. ছিদ্দিকুর রহমান। ভোলা-১ আসনে মাওলানা শামসুল আলম, ভোলা-২ আসনে অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দীন, ভোলা-৩ আসনে মাওলানা আবদুর রাজ্জাক, ভোলা-৪ আসনে ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান।

পিরোজপুর-১ আসনে মাওলানা আবদুল গফ্ফার, পিরোজপুর-২ আসনে হাফেজ মো. নূরুল হক, পিরোজপুর-৩ আসনে অধ্যাপক মোতালেব হোসেনের নাম সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্প্রতি প্রকাশিত জুলাই ঘোষণাপত্রে সংশোধন করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক সিরাজুল হক। সংগঠনের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক একেএম মাহবুব আলম, অধ্যাপক আহমদ আসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেনসহ বরিশাল বিভাগ ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আফরোজা

×