
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির মধ্যে ওপেনএআই উন্মোচন করল তাদের বহুল প্রত্যাশিত নতুন এআই মডেল জিপিটি-৫। বৃহস্পতিবার (৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়া এই সংস্করণকে বলা হচ্ছে এখন পর্যন্ত চ্যাটজিপিটির সবচেয়ে উন্নত, গতিশীল ও সক্ষম ভার্সন।
নতুন কী আছে জিপিটি-৫-এ
ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫ ব্যবহার করা যাবে ফ্রি এবং পেইড উভয় পদ্ধতিতে। এটি লেখালেখি, কোডিং, অনুবাদ, আইডিয়া জেনারেশন থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নেরও দ্রুত ও নির্ভুল উত্তর দিতে পারবে। সবচেয়ে বড় পরিবর্তন হলো হ্যালুসিনেশন বা ভুল তথ্য তৈরির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে এটি ভুল তথ্য না দিয়ে সরাসরি জানিয়ে দেবে।
ব্যবহারকারীর অভিজ্ঞতায় বড় পরিবর্তন
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, জিপিটি-৫ শুধু ব্যবহারকারীর অভিজ্ঞতাকেই নিরাপদ ও কার্যকর করবে না, বরং গবেষণা ও সৃজনশীল কাজের নির্ভরযোগ্যতাও বাড়াবে। বিশেষ করে শিক্ষার্থী, গবেষক, ডেভেলপার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি হতে পারে এক বিপ্লবী সহায়ক।
ওপেনএআই সিইওর মন্তব্য
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, “জিপিটি-৫ কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার (AGI) পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জিপিটি-৪ ব্যবহার করলে মনে হতো আপনি একজন কলেজ শিক্ষার্থীর সঙ্গে কথা বলছেন, আর জিপিটি-৫ ব্যবহার করলে মনে হবে আপনি পিএইচডি স্তরের বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন।”
নতুন এই মডেলটি শুধু চ্যাটজিপিটির ভেতরে নয়, বরং ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে যারা নিজস্ব টুলস ও সেবা তৈরি করেন, তাদের জন্যও উন্মুক্ত থাকবে। ফলে ব্যবসা ও ডেভেলপারদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল।
সূত্র: সিএনএন
আঁখি