ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

দুই ভাইয়ের স্ত্রী এক নারী! নীরবতা ভেঙে বিয়ের কারণ জানালেন দুই ভাই

প্রকাশিত: ১২:৪৮, ৯ আগস্ট ২০২৫

দুই ভাইয়ের স্ত্রী এক নারী! নীরবতা ভেঙে বিয়ের কারণ জানালেন দুই ভাই

ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় সম্প্রতি দুই ভাই প্রদীপ নেগি ও কপিল নেগি এক নারীকে বিয়ে করে আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিয়ে নিয়ে অনেক সমালোচনা হলেও তাতে পাত্তা দিচ্ছেন না তারা। বরং এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, হট্টি সম্প্রদায়ের পুরনো ঐতিহ্য ধরে রাখতে পেরে তারা গর্বিত।

সিরমৌর জেলার শিল্লাই এলাকার থিন্দো পরিবারের এই দুই ভাই স্থানীয় ‘জোড়িদার প্রথা’ অনুযায়ী কুনহাট গ্রামের সুনীতা চৌহানকে বিয়ে করেছেন। এই প্রথা আসলে ভ্রাতৃ-পলিয়ান্দ্রির (এক নারীকে একাধিক ভাইয়ের বিয়ে) আঞ্চলিক রূপ, যা বহু প্রজন্ম ধরে প্রচলিত।

ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে প্রদীপ নেগি বলেন, ‘আমাদের এলাকায় এই প্রথা বহু যুগ ধরে চলে আসছে, ভবিষ্যতেও চলবে। সোশ্যাল মিডিয়ায় কেউ গালি দিলেও আমি পাত্তা দিই না।’ তিনি আরও জানান, শুধু তাদের এলাকা নয়, উত্তরাখণ্ডের জাউনসার-বাওয়ার এলাকাতেও একই প্রথা আছে, যেখানে দুই বর একই কনেকে মালা পরিয়ে বিয়ে সম্পন্ন করেন।

কপিল নেগি জানান, এই বিয়ে ছিল সম্পূর্ণ স্বেচ্ছায়, জোর করে নয়। দুই ভাই ও স্ত্রী—সবারই এতে সম্মতি ছিল, আর দুই পরিবারের পূর্ণ সমর্থন ছিল বিয়েটির পেছনে। প্রদীপ বলেন, ‘আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পক্ষে আমি সবসময় কথা বলব। বাইরের লোক আমাদের প্রথা না জেনেও মতামত দিচ্ছে। কিন্তু আমাদের পরিবার ও সমাজ খুশি।’

প্রদীপ আরও জানান, তারা নিম্ন আয়ের পরিবার থেকে এসেছেন, খুব বেশি সম্পত্তিও নেই, খ্যাতি পাওয়ার কোনো ইচ্ছাও নেই। কপিল বলেন, ‘সংবাদ শিরোনামে আসার জন্য আমরা বিয়ে করিনি।’ প্রদীপের ভাষায়, ‘আমাদের উদ্দেশ্য শুধু একসঙ্গে থাকা ও ভালোবাসা বজায় রাখা। মানুষকে অনুরোধ করছি, আমাদের সমালোচনা করবেন না—আমাদের জীবন আমাদের, আর আমরা এতে খুশি।’

গত ১২ জুলাই সিরমৌরের ট্রান্স-গিরি অঞ্চলের শিল্লাই গ্রামে তিন দিন ধরে নাচ, লোকগান ও উৎসবমুখর পরিবেশে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পাহাড়ি কৃষি সম্প্রদায়ের মধ্যে পূর্বপুরুষের জমি ভাগ হয়ে যাওয়া ঠেকাতে এই প্রাচীন প্রথা বহুল প্রচলিত। এ ধরনের বিয়েতে সাধারণত বড় ভাইকে সন্তানের আইনি পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×