
ছবি: সংগৃহীত।
ইসরায়েলের ঘোষিত যুদ্ধ পরিকল্পনার মধ্যেই, গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে নতুন একটি সমঝোতা কাঠামো তৈরির চেষ্টা করছে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা। এই প্রস্তাব অনুযায়ী, জীবিত ও মৃত-সব জিম্মিকে একসঙ্গে মুক্তির বিনিময়ে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ও যুদ্ধের অবসান ঘটানোর কথা বলা হয়েছে। বিষয়টি গোপনীয়তা চেয়ে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে নিশ্চিত করেছেন দুই আরব কর্মকর্তা।
এখনো চূড়ান্ত না হওয়া এই কাঠামোতে সবচেয়ে জটিল বিষয় হিসেবে থাকছে হামাসের অস্ত্র নিয়ে সিদ্ধান্ত। ইসরায়েল হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানালেও হামাস এতে রাজি নয়। তবে আলোচনায় অংশ নেওয়া একজন কর্মকর্তা জানান, ‘অস্ত্র হিমায়িত’ (ফ্রিজিং) করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এর আওতায় হামাস অস্ত্র রাখতে পারলেও তা ব্যবহার করতে পারবে না। সেই সঙ্গে গাজায় তাদের ক্ষমতা ত্যাগ করাও এই প্রস্তাবে অন্তর্ভুক্ত।
এ প্রস্তাব অনুযায়ী, একটি ফিলিস্তিনি-আরব কমিটি গাজা পরিচালনা ও পুনর্গঠনের তদারকি করবে। পরে এই অঞ্চলের নিয়ন্ত্রণে আসবে একটি নতুন ফিলিস্তিনি প্রশাসন ও পুলিশ বাহিনী, যা যুক্তরাষ্ট্রের দুটি মিত্র দেশের সহায়তায় প্রশিক্ষিত হবে। তবে, পশ্চিমা-সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই কাঠামোয় কী ধরনের ভূমিকা পালন করবে, তা এখনও অনিশ্চিত।
হামাসের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলটির নেতৃত্ব এই নতুন আলোচনা প্রচেষ্টার বিষয়ে অবগত রয়েছে। তবে এখনো কোনো বিস্তারিত তথ্য তারা পাননি।
এ বিষয়ে মন্তব্য জানতে অ্যাসোসিয়েটেড প্রেস কাতার, মিশর ও ইসরায়েল সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
মিরাজ খান