ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

দিনদুপুরে ভোলা জেলা প্রশাসকের বাসভবনের বাউন্ডারি ভাঙচুর 

মো. বেল্লাল নাফিজ, ভোলা

প্রকাশিত: ২১:২১, ৮ আগস্ট ২০২৫

দিনদুপুরে ভোলা জেলা প্রশাসকের বাসভবনের বাউন্ডারি ভাঙচুর 

দিনদুপুরে ভোলা জেলা প্রশাসকের বাসভবন ও রেকর্ডরুমের বাউন্ডারি ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত তাদের এখনও চিহ্নিত করা যায়নি।
এদিকে ভাঙচুরের এই বিষয়কে ওপেন সিক্রেট ঘটনা বলে উল্লেখ করেছে স্থানীয়রা। ঘটনার পরপরই ভোলা সদর থানায় একটি অভিযোগপত্র জমা দিয়েছেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দীন।

অভিযোগপত্রে বলা হয়েছে- দীর্ঘ এক মাস ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থায়নে ভোলা গণপূর্ত বিভাগ টেন্ডারের মাধ্যমে ভোলা জেলা প্রশাসকের (বাসভবন) বাংলোর উত্তর-পূর্বাংশ থেকে শুরু করে রেকর্ডরুমের পেছন পর্যন্ত উচ্চতর বাউন্ডারি ওয়ালের কাজ চলছিল। জায়গাটি গত ২৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। যার কারণে জেলা প্রশাসকের বাংলো (বাসভবন) ও রেকর্ডরুমের নিরাপত্তা ঝুঁকি ছিলো। তাই সরকারি স্থাপনা ও সরকারি সম্পত্তি নিরাপত্তার স্বার্থে সরকারি অর্থায়নে এই উচ্চতর বাউন্ডারি ওয়ালটি নির্মাণ কাজ করা হয়। এক মাস পর্যন্ত কাজ চলমান থাকলেও কোন প্রতিষ্ঠান ব্যক্তি বা অন্য কেউ মৌখিক বা নোটিশ করা ছাড়াই বৃহস্পতিবার বল প্রয়োগ করে কে বা কারা বাউন্ডারির কিছু অংশ ভেঙে ফেলে। এতে পুনরায় জেলা প্রশাসকের বাসভবন এবং রেকর্ডরুম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি ও ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, এই সম্পত্তি রেকর্ড সূত্রে মালিক ভোলা জেলা প্রশাসন। প্রকাশ্যে দিন-দুপুরে বল প্রয়োগ করে সরকারি সম্পত্তি নিরাপত্তায় ঝুঁকিতে ফেলে দিয়ে বাউন্ডারি ভেঙে ফেলা অত্যন্ত দুঃখজনক। এতে করে জেলা প্রশাসকের বাসভবন ও রেকর্ডরুম ঝুঁকিপূর্ণ হয়ে গেল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

 

রাজু

×